ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিলিং ফ্যান পড়ে আহত ইবি শিক্ষার্থী: ইঞ্জিনিয়ার অফিসের অবহেলার অভিযোগ

সিলিং ফ্যান পড়ে আহত ইবি শিক্ষার্থী: ইঞ্জিনিয়ার অফিসের অবহেলার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আকাশ নামের এক শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে অনুষদ ভবনের ১০৩ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

আহত আকাশ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ইঞ্জিনিয়ার অফিসের অবহেলার অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি।

বিভাগসূত্রে জানা যায়, ওই রুমের ফ্যানগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে আগেই নোটিশ করা হয়েছিল ইঞ্জিনিয়ার অফিসকে। চিফ ইঞ্জিনিয়ার ঢাকা থাকায় অন্য একজন ইঞ্জিনিয়ার আসার কথা ছিল। তার সাথেও কথা বলে ওইদিন ৪টা পর্যন্ত বিভাগের সভাপতি অপেক্ষায় থাকলেও ইঞ্জিনিয়ার আসেনি।

গতকালকেও বিভাগের সভাপতি ফোন দিয়েছে, আজকে অফিসের স্টাফ ফোন দিয়েছে। বিভাগের সভাপতি এটাও বলছে, কোনো সময় পড়ে গেলে এর দায়ভার কে নিবে? আমরা কিন্তু আপনাদের অবহিত করছি। পরে এই ঘটনা ঘটলো।

আহত শিক্ষার্থী বলেন, আমরা দুজনেই পাশাপাশি বেঞ্চে বসে ছিলাম। হঠাৎ করে ফ্যানটা এসে পরে এবং আমার পায়ে আঘাত লাগে।

দায়িত্বরত চিকিৎসক শাহেদ আহম্মদ বলেন, ফ্যান পরার ঘটনায় একজন এসেছিল। আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আঘাত বেশি গুরুতর নয়।

বিভাগের সভাপতি মো. ওবাইদুল হক বলেন, আমি মেডিকেলে গিয়েছিলাম। প্রাথমিক ট্রিটমেন্টের বিষয়গুলো দেখলাম, তারপরে আমি এটাও বললাম ছাত্রকে এবং ডাক্তারকেও বলছি, পরবর্তীতে কোনো ট্রিটমেন্ট লাগলে বা পরীক্ষা করা লাগলে আমরা বিভাগ থেকে চেষ্টা করব। যতটুকু আমাদের সামর্থ্য আছে। পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ার অফিসে গিয়েছি চিফ ইঞ্জিনিয়ারের কাছে। তাকে সাথে নিয়ে এসে এখনই তালিকা করে ফেলছি।

এ বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন বলেন, আমি ঢাকা থাকায় অন্য একজনের সাথে যোগাযোগ করতে বলেছিলাম। আমার জানামতে সে পর্যবেক্ষণে গিয়েছিল। তারপরও আমি ঢাকা থেকে ফিরে আগামীকাল নিজে গিয়ে দেখবো।

সিলিং ফ্যান,আহত,ইবি শিক্ষার্থী,ইঞ্জিনিয়ার অফিস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত